ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর ছবি আঁকলো শিশুরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
বঙ্গবন্ধুর ছবি আঁকলো শিশুরা কেউ আঁকলো বঙ্গবন্ধুর মুখখানি।

চট্টগ্রাম: দেশি কাগজের ক্যানভাসে আঁকছে শিশুরা। নির্ভার-নিশ্চিন্তে আলতো হাতে রঙের খেলায় মেতে ওঠে তারা। কারও পছন্দ চিরায়ত গ্রামবাংলা, কারও আবার মুক্তিযুদ্ধের বীর সেনানি। কেউ আঁকলো বঙ্গবন্ধুর মুখখানি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজে বঙ্গবন্ধুর শততম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার চিত্র এটি।

শিশুদের উদ্দেশে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অঞ্জন কুমার নন্দী, উপাধ্যক্ষ প্রফেসর জোবেদা মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ।

অধ্যক্ষ বলেন, কচিকাঁচা সোনামণিদের হৃদয়ে বঙ্গবন্ধুর চেতনা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ তৈরির জন্য এ ধরনের আয়োজনের বিকল্প নেই।

উপাধ্যক্ষ বলেন, নিজেকে গড়তে হলে প্রথমে নিজেকে জানতে হবে।

বঙ্গবন্ধুর আদর্শ ধারণে করে নিজেকে বিকশিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।