ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় এএসআই শরীফুল প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় এএসআই শরীফুল প্রত্যাহার এএসআই শরীফুলকে প্রত্যাহারছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সাংবাদিককে লাঞ্ছনার ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরীফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার (১৩ মার্চ) রাতে এএসআই শরীফুলকে প্রত্যাহার করা হয়।

এ ঘটনা তদন্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ জোনের সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে সিএমপির উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বাংলানিউজকে বলেন, 'এএসআই শরীফুলকে প্রত্যাহার করে পু্লিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বায়েজিদ জোনের সহকারী কমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। '

বুধবার বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুচড়া এলাকায় সড়ক অবরোধ করে গার্মেন্টস কর্মীদের বিক্ষোভে পু্লিশ লাঠিচার্জের ছবি তোলায় ফটো সাংবাদিক জুয়েল শীলকে লাঞ্ছিত করেন এএসআই শরীফুল। জুয়েল শীলের ক্যামেরা ছিনিয়ে নিয়ে সব ছবি মুছে দেন শরীফুল।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯

এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।