ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কেএসআরএম’র সহযোগিতায় বসছে সিসি ক্যামেরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
কেএসআরএম’র সহযোগিতায় বসছে সিসি ক্যামেরা কেএসআরএম’র সহযোগিতায় বসছে সিসি ক্যামরা

চট্টগ্রাম: নগরের বাগমনিরাম ওয়ার্ডের ৬৪টি স্থানে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম’র আর্থিক সহায়তায় পুলিশ সিসি ক্যামেরাগুলো স্থাপন করছে।

ইতিমধ্যে ৩২টি স্থানে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে।

সম্প্রতি বাগমনিরাম ওয়ার্ডের কোতোয়ালী থানার অংশে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

এ সময় কেএসআরএম ও প্রশাসনের  উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কেএসআরএম’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শাহরিয়ার জাহান বলেন, ‘সাধারণ মানুষের সুবিধার্থে যে কোনো সামাজিক কর্মকাণ্ড এবং অপরাধ দমনের জন্য প্রশাসনের পাশে থাকার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় বাগমনিরাম ওয়ার্ডকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সহায়তা করেছি। প্রয়োজনে নগরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে সিসি ক্যামেরা স্থাপনে পুলিশকে সহযোগিতা করবে কেএসআরএম। ’

বাংলাদেশ সময়: ২২০০, ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad