ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আউটার রিং রোড প্রকল্পে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
আউটার রিং রোড প্রকল্পে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ আউটার রিং রোড প্রকল্পে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

চট্টগ্রাম: কালুরঘাট থেকে চাক্তাই খালের মুখ পর্যন্ত আউটার রিং রোড নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)।

মঙ্গলবার (১২ মার্চ) সিডিএ কনফারেন্স রুমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে চেক তুলে দেন চেয়ারম্যান আবদুচ ছালাম।

ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে সিডিএ চেয়ারম্যান বলেন, ভিটে-মাটি ছেড়ে দিয়ে জলোচ্ছ্বাস ও যানজট মুক্ত নগর গড়তে আপনাদের সহযোগিতা চট্টগ্রামবাসী মনে রাখবে।

তিনি আরও বলেন, আউটার রিং রোড ও বাইপাস সড়ক চালু হলে কাপ্তাই, রাঙ্গুনীয়া এবং বোয়ালখালী থেকে আগত যানবাহন স্বল্প সময়ে এয়ারপোর্ট, পতেঙ্গা এলাকায় যেতে পারবে। পাশাপাশি বেড়িবাঁধের কারণে বন্যা ও জলোচ্ছ্বাস থেকে শহর রক্ষা পাবে।

এ সময উপস্থিত ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, সচিব তাহেরা ফেরদৌস, উপ সচিব অমল গুহ, প্রকল্প পরিচালক রাজিব দাশ, মো. নাজের, সহকারী প্রকল্প পরিচালক মো. আশরাফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৭, ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad