ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি গ্রেফতার মো. জুয়েল

চট্টগ্রাম: সদরঘাটে গাড়ির হেলপার ইব্রাহিম হত্যা মামলার প্রধান আসামি মো. জুয়েলকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন।

গ্রেফতার মো. জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া কর্নেল বাজার এলাকার শফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার বিকেলে জুয়েলকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খায়রুল আমিনের আদালতে হাজির করা হলে জুয়েল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান ওসি মো. নেজাম উদ্দিন।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, গত বছরের ২৩ ফেব্রুয়ারি সদরঘাটের সাহেবপাড়া কলাবাগান মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে হত্যা করা হয় মো. ইব্রাহিমকে।

৭ মার্চ কর্ণফুলী থানার ব্রিজঘাট এলাকা থেকে ইব্রাহিম হত্যা মামলার আসামি মো. আল আমিন ভুলুকে গ্রেফতার করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।