ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার ২ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রেফতার দুইজন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মার্চ) ভোররাতে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন।

গ্রেফতার দুইজন হলেন- সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার আবুল হাশেমের ছেলে মো. আবদুল মোতালেব (৪০) ও মিরসরাইয়ের সৈয়দবাড়ি এলাকার মো. খুজ্জাতুল ইসলামের ছেলে মো. বেলায়েত হোসেন (৩৪)।

তাদের কাছ থেকে ৭০৫ টি টেলিটক সিম, জিএসএম গেইটওয়ে চ্যানেল বক্স, রাউটারসহ বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান ওসি মো. নেজাম উদ্দিন।

আবদুল মোতালেব ও বেলায়েত হোসেনসহ একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ভিওআইপি ব্যবসা করে আসছিল বলে জানান সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।