ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জোরারগঞ্জে স্বর্ণের বারসহ গ্রেফতার ২ জনের স্বীকারোক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
জোরারগঞ্জে স্বর্ণের বারসহ গ্রেফতার ২ জনের স্বীকারোক্তি স্বর্ণের বারসহ গ্রেফতার করিম খান কালু ও রাকিব। ফাইল ছবি।

চট্টগ্রাম: মিরসরাইয়ের জোরারগঞ্জে ৬০০ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার দুইজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (১১ মার্চ) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের আদালতে তারা জবানবন্দি দেন বলে বাংলানিউজকে জানান চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া।

জবানবন্দি দেওয়া দুইজন হলেন-চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার আজমপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে রাকিব (৩৪) ও একই জেলার মোবারকপাড়া এলাকার আলী হোসেনের ছেলে করিম খান কালু (৩৪)।

এর আগে ৩ মার্চ জোরারগঞ্জের উত্তর সোনাপাহাড় এলাকায় ৬০০ পিস স্বর্ণের বারসহ তাদের দুইজনকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পু্লিশ।

পরে ৪ মার্চ করিম খান কালু ও রাকিবকে পাঁচদিনের রিমান্ড দেন আদালত।

৮ মার্চ ফের তাদের চারদিনের রিমান্ড দেন আদালত।

প্রথম দফায় রিমান্ডে তারা দুইজন বিভ্রান্তিকর তথ্য দেন বলে বাংলানিউজকে জানান জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক।

মো. মোজাম্মেল হক বলেন, ‘করিম খান কালু ও রাকিব দুইজনই পেশাদার স্বর্ণ চোরাকারবারী। তারা রিমান্ডে পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দেয়। তাই দ্বিতীয় দফায় রিমান্ডে আনা হয়। পরে সোমবার তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ’

জবানবন্দিতে তারা কী বলেছে তা জানাতে পারেন নি পুলিশ কর্মকর্তা মো. মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।