bangla news

ব্যালট পেপার আসছে মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৩-১১ ৮:৫৯:৫৮ পিএম
প্রতীকী

প্রতীকী

চট্টগ্রাম: উত্তর চট্টগ্রামের উপজেলা নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক সম্বলিত ব্যালট পেপার মঙ্গলবার (১২ মার্চ) চট্টগ্রামে পৌঁছাবে।

ওইদিন সন্দ্বীপ উপজেলার ব্যালট পেপার আনা হবে। বাকি চার উপজেলার ব্যালট পেপার বুধবার আনা হবে বলে জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা জানিয়েছেন।

ছাপানো শেষ না হওয়ায় ব্যালট পেপার পেতে বিলম্ব হচ্ছে বলে জানান তারা।

ব্যালট পেপার আনতে যাওয়া জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, সন্দ্বীপের ব্যালট পেপার পেয়েছি। অন্যগুলো বুধবার পাওয়া যাবে। এ ছাড়া সব উপজেলার নির্বাচনী মালামাল সংগ্রহ করা হয়েছে।

রিটার্নিং ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, দ্বীপ উপজেলা সন্দ্বীপে একদিন আগে ব্যালট পাঠাতে হবে। সেজন্যে ওই উপজেলার ব্যালট আগে আনা হচ্ছে।

এর আগে ভোটগ্রহণের তারিখ ১৮ মার্চ নির্ধারণ করে উত্তর চট্টগ্রামের সাত উপজেলার তফসিল ঘোষণা করে ইসি।

তবে সাত উপজেলার মধ্যে একক প্রার্থী হওয়ায় দুই উপজেলায় ভোট হচ্ছে না। এছাড়া ছয় উপজেলা চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু ফটিকছড়িতে চেয়ারম্যান পদে নির্বাচন হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫, ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসইউ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-03-11 20:59:58