ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মা-ছেলে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মা-ছেলে গ্রেফতার গ্রেফতার স্বরস্বতী বৈদ্য ও তার ছেলে সাগর বৈদ্য

চট্টগ্রাম: নগরের বাকলিয়া ও ফেনীতে টানা চারদিন অভিযান চালিয়ে মাদকের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ মার্চ) তাদের গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানান সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন।

গ্রেফতার দুইজন হলেন- সদরঘাট থানার আলকরণ এলাকার দিলীপ দে’র স্ত্রী স্বরস্বতী বৈদ্য (৫৩) ও তার ছেলে সুমন দে প্রকাশ সাগর বৈদ্য (৩২)।

ওসি মো. নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, ৭ মার্চ থেকে টানা চারদিন ধরে নগরের বাকলিয়া ও ফেনী সদর এলাকায় অভিযান চালিয়ে স্বরস্বতী বৈদ্য ও সাগর বৈদ্যকে গ্রেফ তার করা হয়েছে। সোমবার সকালে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়।

ওসি জানান, ২০১১ সালের জুলাই মাসে নগরের আলকরণ এলাকা থেকে ফেনসিডিলসহ স্বরস্বতী ও সাগরকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০১৮ সালের মে মাসে তাদের দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গ্রেফতার হওয়ার কয়েক মাস পর জামিনে ছাড়া পেয়ে পলাতক ছিলেন তারা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।