ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রামুবাসীর মিলনমেলায় র‌্যাফেল ড্র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
রামুবাসীর মিলনমেলায় র‌্যাফেল ড্র রামুবাসীর মিলনমেলায় র‌্যাফেল ড্র

চট্টগ্রাম: নগরের বহদ্দারহাট স্বাধীনতা পার্কে রামুবাসীর মিলনমেলায় সবার অংশগ্রহণে জমজমাট র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি দিনব্যাপী এ মিলনমেলা উদ্বোধন করেন কক্সবাজার সদর (রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রামু সমিতির এ মিলনমেলায় অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সভাপতিত্ব করেন রামু সমিতির সভাপতি সাংবাদিক তপন চক্রবর্তী।

স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক হামিদ উল্লাহ। দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ও উদ্বোধকের হাতে ক্রেস্ট তুলে দেন তারা। এ সময় স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

দিনব্যাপী আয়োজনে ছিল শিশুদের আলু কুড়ানো প্রতিযোগিতা, নারীদের চেয়ার খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে র‌্যাফেল ড্র’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

র‌্যাফেল ড্রতে ১ম পুরস্কার রিজেন্ট এয়ারওয়েজের চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম কাপল টিকেট বিজয়ী হলেন জাজা গ্রুপের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার এম এ তাহের এবং ২য় পুরস্কার রিজেন্ট এয়ারওয়েজের চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম কাপল টিকেট পেয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. হামিদুল হক । এছাড়া ওয়াশিং মেশিন, ওভেন, ফ্যান সহ আকর্ষণীয় ২০টি পদের ৫০ জনকে পুরস্কার দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।