ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘আদর্শ চিকিৎসক হয়ে রোগীর পাশে থাকুন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
‘আদর্শ চিকিৎসক হয়ে রোগীর পাশে থাকুন’ ‘আদর্শ চিকিৎসক হয়ে রোগীর পাশে থাকুন’

চট্টগ্রাম: নবীন চিকিৎসকদের আদর্শ চিকিৎসক হয়ে রোগীর পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (১০ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের যোগদান উপলক্ষে মেডিকেল কলেজ মিলনায়তনে শপথ অনুষ্ঠান তিনি এ অনুরোধ জানান।

অনুষ্ঠানে চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন।

বক্তব্য দেন চমেক অধ্যক্ষ অধ্যাপক সেলিম মো. জাহাঙ্গীর, বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক মনোয়ারুল হক শামীম, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, অধ্যাপক প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক প্রদীপ কুমার ও ডা. নঈম।

সভাপতির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, এমবিবিএস কোর্স সম্পন্ন করা মানে পুরোপুরি ডাক্তার হয়ে যাওয়া নয়।

চিকিৎসা সেবায় নিয়োজিত হলে বইয়ের সঙ্গে বাস্তব অভিজ্ঞতাও অপরিসীম। এ ক্ষেত্রে শিক্ষানবিশ পিরিয়ড হচ্ছে ডাক্তারি পেশায় নিয়োজিত হওয়ার পূর্ব প্রস্তুতিমূলক বাস্তব শিক্ষা। এ সুযোগটি সঠিকভাবে কাজে লাগাতে পারলে আদর্শ ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।

মেয়র বলেন, রোগীদের প্রতি আন্তরিকতা দেখাতে হবে। সিনিয়র ডাক্তারদের নির্দেশনা মেনে চিকিৎসা চালাতে হবে। সর্বদা রোগী ও তাদের স্বজনদের সাথে ভাল ব্যবহার করতে হবে। কোন ভাবেই ধৈর্য হারানো চলবে না।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯

জেইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।