ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আমিন জুট মিল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
আমিন জুট মিল শ্রমিকদের মিছিল-সমাবেশ আমিন জুট মিল শ্রমিকদের মিছিল

চট্টগ্রাম: জাতীয় মজুরি কমিশন-২০১৫ সহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে লাল পতাকা মিছিল ও সমাবেশ করেছে আমিন জুট মিলের শ্রমিকরা।

রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টায় আমিন জুট মিল গেইট থেকে মুরাদপুর-হাটহাজারী সড়কে মিছিল পরবর্তী সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য দেন আমিন জুট মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোস্তফা, নন-সিবিএ সভাপতি মো. ইসলাম, সাধারণ সম্পাদক সামছুল আলম, শ্রমিক হাজিরায় কর্মরত কর্মচারী সংগঠনের দপ্তর সম্পাদক কামাল উদ্দীন, তানিয়া সুজেন প্রমুখ।

আমিন জুট মিল শ্রমিকদের মিছিলবক্তারা বলেন, মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধ, পাট ক্রয়ের টাকা যথাসময়ে মিলে প্রেরণ, কর্মরত শ্রমিকদের স্থায়ীকরণ সহ ৯ দফা বাস্তবায়ন করতে হবে।

সমাবেশ থেকে কেন্দ্রীয় পাটকল শ্রমিক লীগের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১২ মার্চ) ২৪ ঘণ্টা ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়।

সমাবেশে কয়েক হাজার শ্রমিক যোগ দেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad