ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইস্ট ডেল্টার প্রথম সমাবর্তনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
ইস্ট ডেল্টার প্রথম সমাবর্তনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন রোববার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে। নাসিরাবাদে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সমাবর্তন বক্তা হিসেবে একুশে পদকপ্রাপ্ত দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বক্তব্য রাখবেন।

এ ছাড়া শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান, উপাচার্য সেকান্দর খান অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন।  ছবি: সোহেল সরওয়ারএদিকে সকাল থেকে সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ।

চিরাচরিত কালো গাউন আর মাথায় সমাবর্তন ক্যাপ পরে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন সমাবর্তন অনুষ্ঠানস্থলে। বন্ধু-বান্ধবদের সঙ্গে হৈ হুল্লোড় আর ছবি তোলার হিড়িক চলে ক্যাম্পাস জুড়ে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad