ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যাত্রীর পেটে ২৪ লাখ টাকার স্বর্ণ!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
যাত্রীর পেটে ২৪ লাখ টাকার স্বর্ণ! জামাল উদ্দিনের পাসপোর্ট।

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শারজাহ থেকে আসা জামাল উদ্দিন নামের এক যাত্রীর শরীর এক্স-রে করে ২৪ লাখ টাকার স্বর্ণ পেয়েছে কাস্টম কর্মকর্তারা।

শনিবার (৯ মার্চ) সকাল আটটায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম আসেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. নূর উদ্দিন মিলন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে জি ৯-৫২৬ ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসার পর তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি সব অস্বীকার করেন।

এরপর তাকে পুলিশের সহায়তায় নগরের একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে এক্স-রে করা হয়। যেখানে পায়ুপথে ধাতব পাতের অস্তিত্ব ধরা পড়ে।

এরপর তাকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টম হলের একটি টয়লেটে ঢোকালে শরীরে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৬০ তোলা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad