ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিল্পকলা একাডেমির প্রথম গৃহকর পেয়েছে চসিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
শিল্পকলা একাডেমির প্রথম গৃহকর পেয়েছে চসিক জেলা শিল্পকলা একাডেমির গৃহকরের চেক গ্রহণ করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম:  প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক)  গৃহকর দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী একাডেমির নব নির্বাচিত কর্মকর্তারা বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে ১২ লাখ ৪৫ হাজার ৪০০ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী, উপ কর কর্মকর্তা মহিউদ্দীন সরোয়ার চৌধুরী, একাডেমি পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম প্রতিষ্ঠার পর থেকে হোল্ডিং ট্যাক্স বা পৌরকর বাবদ কোনো টাকাই দেয়নি চসিককে।

  অনেক চিঠি চালাচালির পর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে চসিকের গৃহকর পরিশোধের সিদ্ধান্ত হয়। এরপর একাডেমির কর্মকর্তারা গৃহকর পুনর্নির্ধারণের জন্য চসিক আপিল বোর্ডের আবেদন করেন।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিল্পকলা একাডেমিকে এ গৃহকর নির্ধারণ করা হয়।  

গৃহকরের চেক গ্রহণকালে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, গৃহকরই চসিকের আয়ের প্রধান উৎস। এ আয় দিয়ে চসিকের সব সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর আদায় ছাড়া চসিকের অবকাঠামোগত উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ও আলোসহ বিবিধ সেবা অব্যাহত রাখা কঠিন।

চসিক পরিচালিত সেবা কার্যক্রম অব্যাহত রাখতে নগরবাসীকে গৃহকর প্রদানসহ সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান মেয়র।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।