ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রার্থীর কাছ থেকে প্রত্যাহারপত্রে জোর করে সই!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
প্রার্থীর কাছ থেকে প্রত্যাহারপত্রে জোর করে সই! মুহাম্মদ সাজ্জাত হোসেন

চট্টগ্রাম: পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ সাজ্জাত হোসেনের কাছ থেকে প্রত্যাহারপত্রে জোর করে সই নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বকশিরহাট এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মুহাম্মদ সাজ্জাত হোসেন বাংলানিউজকে বলেন, ‘দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে রাত ৮টার দিকে কিছু যুবকে এসে আমাকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়।

পরে তারা আমার কাছ থেকে জোরপূর্বক প্রত্যাহারপত্রে সই নিয়ে যায়। তবে ওই যুবকদের কাউকে আমি চিনিনা।

তিনি বলেন, ‘বিষয়টি আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি। কাল (বৃহস্পতিবার) লিখিত অভিযোগ দিবো। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককেও জানিয়েছি। ’

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন বাংলানিউজকে বলেন, ‘মুহাম্মদ সাজ্জাত হোসেন নামে এক প্রার্থী তার কাছ থেকে জোরপূর্বক সই নিয়েছে বলে মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ’

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, ‘সাজ্জাত হোসেনের কাছ থেকে কিছু যুবক প্রার্থিতা প্রত্যাহারের জন্য জোরপূর্বক সই নিয়েছে বলে জানিয়েছেন তিনি। বিষয়টি লজ্জাজনক। ’

মুহাম্মদ সাজ্জাত হোসেন নিজেকে সংগঠক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য হিসেবে পরিচয় দেন।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad