ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কারাগারের কয়েদীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
চট্টগ্রাম কারাগারের কয়েদীর মৃত্যু

চট্টগ্রাম: হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আলী আজম (৩১) নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কয়েদীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বাংলানিউজকে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার।

মো. আলী আজম সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর এলাকার মো. আবু তাহেরের ছেলে।

তিনি সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন বাংলানিউজকে বলেন, ‘অসুস্থ হয়ে কারাগারের হাসপাতালে ভর্তি ছিলেন আলী আজম।

শারীরিক অবস্থা খারাপ হলে সোমবার সকাল ১১টার দিকে আলী আজমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ’

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।