ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ ভবনের নির্মাণকাজ বন্ধ করল সিডিএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
অবৈধ ভবনের নির্মাণকাজ বন্ধ করল সিডিএ অবৈধ ভবনের নির্মাণকাজ বন্ধ করল সিডিএ

চট্টগ্রাম: অনুমোদন না থাকায় তামাকুমন্ডি লেইন এলাকায় একটি ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

সোমবার (৪ মার্চ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় সিডিএ’র অথরাইজড অফিসার মোহাম্মদ শামিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী বাংলানিউজকে বলেন, ভবনটি নির্মাণের জন্য গর্ত খোঁড়া হয়েছে। অথচ তারা অনুমোদন নেয়নি।

এজন্য কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে হকার্স মার্কেট সমবায় সমিতির সভাপতি ও সম্পাদককে নোটিশ জারি করা হয়েছে।

‘রাস্তার জন্য ছাড়কৃত জায়গা জনতা মার্কেট থেকে উদ্ধার এবং মালিক থেকে অঙ্গীকারনামা গ্রহণ, তামাকুমন্ডি লেইনের মুখে রাস্তার জায়গা অবৈধভাবে নির্মিত স্থাপনা তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়ার হয়েছে। ’

পাশাপাশি চেরাগী মোড়ে লিয়া প্রপার্টিজের আবাসিক কাম বাণিজ্যিক ভবনের অবৈধ অংশ ১৫ দিনের মধ্যে অপসারণের নির্দেশ ও পাঁচ লাখ টাকা জরিমানা এবং জামালখান এলাকায় ইমপ্রেস হোল্ডিংসের মালিককের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

নগরের অবৈধ স্থাপনা অপসারণে অভিযান অব্যাহত থাকবে বলে ম্যাজিস্ট্রেট সাইফুল আলম জানান।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।