ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইএমসিএইচে এনআইসিউ সেবা চালু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
সিআইএমসিএইচে এনআইসিউ সেবা চালু সিআইএমসিএইচে এনআইসিইউ উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নিওনেটাল (নবজাতক) ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিউ) সেবা চালু করেছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল (সিআইএমসিএইচ)।

সোমবার (৪ মার্চ) সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে দেশের সকল খাতে উন্নয়ন আর পরিবর্তনের ছোঁয়া লেগেছে।

সরকারের গণমুখী স্বাস্থ্যনীতির সুবাদে সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এ সময় মেয়র ‘এনআইসিইউ’ সেবা চালু করায় সিআইএমসিএইচ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সিআইএমসিএইচ ও সিআইডিসিএইচ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল, চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইফুদ্দিন খালেদ।

উপস্থিত ছিলেন সিআইএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আমির হোসেন, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও সিআইডিসির অধ্যক্ষ ডা. মুসলিম উদ্দিন সবুজ, সিআইএমসিএইচের পরিচালক ডা. এসএম রফিকুল ইসলাম ও সিআইডিসিএইচের পরিচালক ডা. শাহিকুল জব্বার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।