ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহিলা কলেজের সামনে ৩ কোটি টাকায় ফুটওভার ব্রিজ হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
মহিলা কলেজের সামনে ৩ কোটি টাকায় ফুটওভার ব্রিজ হবে

চট্টগ্রাম: যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ব্রিজটি নির্মাণ ব্যয় হবে ৩ কোটি টাকা।

সোমবার (৪ মার্চ) দুপুরে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এ তথ্য জানান।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা আকতার নুর, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া।

মেয়র বলেন, জাকির হোসেন রোড ব্যস্ততম সড়ক হওয়ায় ঝুঁকি নিয়ে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে সড়কটি দিয়ে চলাচল করে। তাই শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিতে অ্যাসকেলেটারসহ একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।

কলেজের অধ্যাপক ফেরদৌস আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মুহাম্মদ জুবাইরুল ইসলাম মেহেরি, অধ্যাপক জাহিদ মাহমুদ, অধ্যাপক একরামুল হক, শিক্ষার্থী আনিকা বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad