ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদার ১২ কেজির মরা কাতলা উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
হালদার ১২ কেজির মরা কাতলা উদ্ধার হালদায় পাওয়া ১২ কেজি ওজনের কাতলা ও ৩ কেজি ওজনের আইড় মাছ

চট্টগ্রাম: রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের নিষিক্ত ডিম সংগ্রহের জন্য বিখ্যাত হালদা নদী থেকে ১২ কেজি ওজনের একটি মরা কাতলা মা-মাছ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ভারী নৌযানের আঘাতে মারা যাওয়া আরেকটি ৩ কেজি ওজনের আইড় মাছও পাওয়া গেছে।   

সোমবার (৪ মার্চ) হালদার অংকুরিঘোনা ও আমতোয়া এলাকা থেকে মাছগুলো উদ্ধার করেন বেসরকারি সংস্থা আইডিএফের স্বেচ্ছাসেবকরা।

তারা ১০ হাজার মিটার জাল উদ্ধার করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের দফতরে জমা দেন। মাছ দুইটি জমা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে।

ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া বাংলানিউজকে বলেন, কাতলা ও আইড় দুইটি মাছেই আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ল্যাবরেটরিতে মাছগুলো সংরক্ষণ করেছি।

তিনি বলেন, কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় মা-মাছ ডিম ছাড়বে এপ্রিলে। তাই মা-মাছের আনাগোনা বেড়েছে। এখন যদি ড্রেজারসহ ইঞ্জিনচালিত ভারী নৌযান চলাচল বন্ধ করা না যায় তবে মা-মাছ নির্বিচারে মারা পড়বে। কাঙ্ক্ষিত মাছের ডিম পাবেন না বংশ পরম্পরায় ডিম আহরণকারী জেলেরা।

>> হালদায় ডিম ছেড়েছে রুই-কাতলা

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।