ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে রেলওয়ের পণ্য পরিবহনে স্থবিরতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
বন্দর থেকে রেলওয়ের পণ্য পরিবহনে স্থবিরতা

চট্টগ্রাম: টেম্পরারি লেবার রিক্রুটমেন্টের (টিএলআর)১৫জন কর্মচারী কাজে যোগ না দেওয়ায় বন্দর থেকে রেলওয়ের পণ্য পরিবহনে স্থবিরতা নেমে এসেছে।

সোমবার (৪ মার্চ) চট্টগ্রাম থেকে ৩টি পণ্যবাহী ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সময়মতো এসব ট্রেন ছেড়ে যায়নি।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা রশিদা সুলতানা গণি বাংলানিউজকে বলেন, কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় এরকম একটি খবর আমাদের কাছে এসেছে।

বিষয়টি আমরা দেখছি।

অর্থ বিভাগের অনুমতি না নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চল পরিবহন বিভাগে টেম্পরারী লেবার রিক্রুটমেন্ট (টিএলআর) পদে ওই ১৫জন কর্মচারীকে নিয়োগ দেয় ২০১৮ সালের ডিসেম্বরে।

কিন্তু অনুমতি না থাকায় প্রায় তিনমাস ধরে অর্থ বিভাগ তাদের বেতন বন্ধ রাখে। এসব কর্মচারী লেভেল ক্রসিং গেইট ও রেললাইন নিয়মিত রক্ষণাবেক্ষণে কাজ করে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।