ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নকল বিদেশি প্রসাধনী সেন্ট্রাল প্লাজায়!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
নকল বিদেশি প্রসাধনী সেন্ট্রাল প্লাজায়! নকল বিদেশি প্রসাধনী সেন্ট্রাল প্লাজায়! ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের জিইসি এলাকার সেন্ট্রাল প্লাজায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল ও মেয়াদোত্তীর্ণ বিদেশি প্রসাধনী বিক্রির দায়ে সেন্ট্রাল প্লাজার দুই দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।

ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, ভোক্তা অধিকার আইনে জিইসি এলাকার সেন্ট্রাল প্লাজায় প্রসাধনীর দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নকল, মেয়াদোত্তীর্ণ এবং মেয়াদহীন দেশি-বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ‘বনরূপা’ এবং ‘সেন্ট্রাল শপ’ নামে দুই প্রসাধনী দোকানের মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, নকল, মেয়াদোত্তীর্ণ এবং মেয়াদহীন প্রসাধনী সামগ্রীগুলো জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব ভেজাল পণ্য না কিনতে ক্রেতাদের সচেতন করা হয়।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মো. জিল্লুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।