ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৩২ ইভেন্টে চলছে সিএমপির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
৩২ ইভেন্টে চলছে সিএমপির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতা উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

চট্টগ্রাম: ৩২টি ইভেন্ট নিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত আছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইভেন্টের মধ্যে রয়েছে উপ-পরিদর্শকদের (এসআই) ১০০ মিটার দৌড়, পুরুষ কনস্টেবলদের ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়, নারী কনস্টেবলদের ১০০ মিটার দৌড়, সহকারী পু্লিশ কমিশনারদের ৮০ মিটার দৌড়, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ৮০ মিটার হাঁটা, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, অ্যালার্ম প্যারেড, সুরের তালে বালিশ বদল, বালিশ যুদ্ধ, বেলুন ফুটানো, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা।

খেলার শুরুতে মশাল প্রজ্বালন শেষে চকবাজার জোনের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমার নেতৃত্বে কুচকাওয়াজ প্রদর্শন করে পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।