ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা ৪ মার্চ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা ৪ মার্চ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পলাশ চৌধুরী।

চট্টগ্রাম: সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শিব চতুর্দশী মেলা আগামী ৪ মার্চ শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এ মেলা উপলক্ষে প্রশাসন ও মেলা কমিটির সমন্বয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় নেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চন্দ্রনাথ মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি জানান, চন্দ্রনাথ তীর্থভূমিতে শিব চতুর্দশী মেলা অনুষ্ঠিত হবে ৪ থেকে ৬ মার্চ।

একই তীর্থভূমিতে ২০-২১ মার্চ অনুষ্ঠিত হবে দোল পূর্ণিমা মেলা। মেলায় প্রতিবছরের মত এবারো ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ পৃথিবীর বিভিন্ন দেশের সাধু-সন্ন্যাসী ও দর্শনার্থীদের আগমন ঘটবে।
প্রতি বছর এ মেলায় আসেন লাখ লাখ ভক্ত।

ইতোমধ্যে মেলা কমিটির কেন্দ্রিয় সভাপতি চট্টগ্রাম জেলা প্রশাসক, সীতাকুণ্ডের কার্যকরী সভাপতি ইউএনও মিল্টন রায় ও থানা প্রশাসনের সাথে মেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকলে মিলে মেলা সম্পন্ন করতে নেতৃবৃন্দ কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন মেলা কমিটির সহ-সভাপতি প্রেমতোষ দাশ, সহ সভাপতি বাবুল কান্তি শর্মা, অতিরিক্ত সম্পাদক সমীর কান্তি শর্মা, দপ্তর সম্পাদক বুলবুল লালা, সদস্য স্বপন বণিক, ইসকন প্রচার কেন্দ্রের মহানিত্যানন্দ দাশ ব্রহ্মচারী, যুগ্ম সম্পাদক অধ্যাপক রণজিত সাহা, সহ-দপ্তর সম্পাদক অলক ভট্টাচার্য, সুলাল দাশ সুনিল, সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লায়ন বেলাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।