ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুবাইয়ের উদ্দেশে শাহ আমানত ছাড়লেন আটকে পড়া যাত্রীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
দুবাইয়ের উদ্দেশে শাহ আমানত ছাড়লেন আটকে পড়া যাত্রীরা

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ প্লেনের আটকে পড়া যাত্রীরা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে বিমানের আরেকটি প্লেনে তাদের নিয়ে যাওয়া হয় বলে বাংলানিউজকে জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান।

>> এখনো শাহ আমানতে আটকে আছেন ৫ ফ্লাইটের যাত্রী

তিনি জানান, রোববার (২৪ ফেব্রুয়ারি) ছিনতাই চেষ্টার পর জরুরি অবতরণ করে ময়ূরপঙ্খী।

এরপর যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। রাতে তাদের হোটেলে রাখা হয়।
সোমবার আটকে পড়া যাত্রীদের সঙ্গে চট্টগ্রামের যাত্রী মিলে ১৪৭ জনকে নিয়ে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছে।   

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad