ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিমানের প্লেন ছিনতাই চেষ্টা, ক্রু সাগর আহত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
বিমানের প্লেন ছিনতাই চেষ্টা, ক্রু সাগর আহত ছিনতাইয়ের চেষ্টা করা বিমানের ফ্লাইটটি/ছবি- উজ্জ্বল ধর

চট্টগ্রাম: দুবাইগামী বাংলাদেশ বিমানের যে প্লেনটি ছিনতাইয়ের চেষ্টা হয়েছে সেটির কেবিন ক্রু আহত হয়েছেন। বিমানের এক কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানের ওই ক্রুর নাম সাগর। তিনি আহত হয়েছেন।

তবে ফ্লাইটের যাত্রী সবাই নিরাপদে আছেন। তাদের টার্মিনাল ভবনে নিয়ে আসা হয়েছে।
পাইলট নিরাপদে প্লেনটিকে অবতরণ করানোর পর কমান্ডো সোয়াত টিম রানওয়েতে পৌঁছে সেই ‘সন্দেহভাজন’কে আটক করতে সক্ষম হয়।

এদিকে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। শীর্ষ কর্মকর্তারা কেউই মোবাইল ফোনে সাড়া দিচ্ছেন না।

সূত্র জানায়, ‘সন্দেভাজন’ ওই যাত্রীর আবদার ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ দিলে তিনি ধরা দেবেন। পরে তার কথামতো সাড়া দিয়ে কৌশলে তাকে আটক করে কমান্ডো টিম। ধারণা করা হচ্ছে, ওই যাত্রী মানসিক ভারসাম্যহীন।
 
বর্তমানে বোয়িং ৭৩৭ ৮০০ প্লেনটি রানওয়েতে আছে। আইনশৃঙ্খলা বাহিনী প্লেনটি ঘিরে রেখেছে। বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
জেডএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।