ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিশেষ সাহিত্য সম্মেলন বইমেলায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
বিশেষ সাহিত্য সম্মেলন বইমেলায়

চট্টগ্রাম: বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো বাংলা ভাষাকে বিবেচনায় নেয় না। এটা খুবই দুঃখজনক। তাদের এদেশে বিশ্ববিদ্যালয় চালানোর অধিকার থাকতে পারে না। আমরা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ভৌগোলিকভাবে বাংলা ভাষার যথাযথ ব্যবহার সুনিশ্চিত করতে পারিনি।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) নগরের জিমনেসিয়াম চত্ত্বরে অমর একুশে বইমেলায় কলম সাহিত্য সংসদ লন্ডনের উদ্যোগে আয়োজিত বিশেষ সাহিত্য সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী এসব কথা বলেন।

একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের পরিবেশনার মধ্যদিয়ে দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করেন কবি-সাংবাদিক অরুণ দাশগুপ্ত ও সাহিত্যিক মাহবুবুল আলম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মো. আবুল হাসান।

সূচনা বক্তব্য দেন কলম সাহিত্য সংসদ, লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. নজরুল ইসলাম হাবিবী।

বক্তব্য দেন কলম সাহিত্য সংসদ লন্ডনের আন্তর্জাতিক কো-অর্ডিনেটর মো. সাদেক চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন মিলি চৌধুরী ও লোকগীতি পরিবেশন করেন উর্বশী চক্রবর্ত্তী। আলোচনায় অংশ নেন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। একক সঙ্গীত পরিবেশনায় ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফাতেমা তুজ জোহরা।

বিকালের অধিবেশনে প্রফেসর ড. নজরুল ইসলাম হাবিবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সাংবাদিক আবেদ খান। উপস্থিত ছিলেন বইমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক কাউন্সিলর নাজমুল হক ডিউক, পূর্বকোণের সাহিত্য সম্পাদক কবি এজাজ ইউসুফী। বিকেল ৫টায় কলম সাহিত্য সম্মাননা পদক প্রদান করা হয়। সন্ধ্যায় ডালিয়া বসু সাহার পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।