ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাতৃভাষা দিবসে নিরাপত্তায় ১২শ’ পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
মাতৃভাষা দিবসে নিরাপত্তায় ১২শ’ পুলিশ বক্তব্য দেন সিএমপির অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান।ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসকে কেন্দ্র করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। দায়িত্ব পালন করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষায়িত ইউনিট সোয়াত ও বোম ডিজপোজাল ইউনিট।

বুধবার (২০ ফেব্রুয়ারি) মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে নিরাপত্তা নিয়ে সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) কুসুম দেওয়ান।

কুসুম দেওয়ান বলেন, ‘বুধবার সন্ধ্যার পর থেকে নগরে পুলিশের বিশেষ অভিযান ও তল্লাশি চলবে।

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সোয়াত ও বোম ডিজপোজাল ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করবে।
মেটাল ডিটেক্টর নিয়ে দায়িত্বে থাকবে পুলিশ। ’

তিনি বলেন, ‘নন্দনকানন, সিনেমা প্যালেসসহ শহীদ মিনারের আশপাশের এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ’

শহীদ মিনারে ফুল দিতে আসা জনগণকে ফুল ছাড়া সঙ্গে কিছু না আনার অনুরোধ জানিয়ে কুসুম দেওয়ান বলেন, ‘নিরাপত্তার জন্য আমরা শহীদ মিনার এলাকায় ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র সঙ্গে না আনার পরামর্শ দিচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।