ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরে চিকিৎসক সম্মেলন বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
নগরে চিকিৎসক সম্মেলন বৃহস্পতিবার

চট্টগ্রাম: দেশের ১৯টি মেডিকেল কলেজের ৩৫০ জন চিকিৎসকের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেডিকেল ক্যারিয়ার: প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট’ শীর্ষক সম্মেলন।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বেলা দু’টা থেকে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) মাওলানা ভাসানী অডিটোরিয়ামে এ সম্মেলন শুরু হবে।

চিকিৎসকদের সংগঠন ইয়াং সোশ্যাল অ্যাক্টিভিজম বাংলাদেশ (ওয়াইস্যাব) এ সম্মেলন আয়োজন করেছে।

সম্মেলনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেবেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহিব্বুর রহমান রাফি, মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আসিফ খান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. এস এম আমানত উল্লাহ ও ডা. মোহাম্মদ মোরশেদ আলম খান।

ওয়াইস্যাব’র সভাপতি ডা. হামিদ হোছাইন আজাদ বাংলানিউজকে বলেন, ‘তরুণ চিকিৎসকদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে সম্মেলনে আলোচনা হবে।

‘সলিমুল্লাহ মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, রাঙামাটি মেডিকেল কলেজ, সাভার এনাম মেডিকেল কলেজ, ইউএসটিসি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজসহ ১৯টি মেডিকেল কলেজের ৩৫০ জন চিকিৎসক সম্মেলনে অংশগ্রহণ করবেন। ’

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।