ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি

২ জনের সনদ স্থগিতসহ ১৬ ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
২ জনের সনদ স্থগিতসহ ১৬ ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা

চট্টগ্রাম: জঙ্গি সম্পৃক্ততাসহ বিভিন্ন অপরাধের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুইজনের সনদ স্থগিতসহ ১৬ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন।

তিনি বলেন, সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব রেসিডেন্স, হেলথ্ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন সৈয়দ ফাহিম জাফরী, মোশারফ হোসেন সিকদার, এইচ এম হাসানুজ্জামান, মিজানুর রহমান ফকির, মো. সাব্বির হোসেন এবং ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছেন মো. ইমরান নাজির ইমন, জিয়াউল হক মজুমদার, দ্বীপায়ন দেব, মো. সাবিরুল ইসলাম, অর্ণব বড়ুয়া, জুবায়ের আহমদ ও মো. মামুনুর রশিদ।  

সনদ স্থগিত হয়েছে মো. জামশেদুল কবির ও মো. আনোয়ার হোসেনের।

 ছাত্রত্ব বাতিল হয়েছে মো.মাঈন নেওয়াজের। এছাড়া সামিয়ক বহিষ্কার হয়েছেন মোহাম্মদ আসফার হোসেন।

বাংলাদেশ সময়:১৬১৮ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।