ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী প্রতীকী

চট্টগ্রাম: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচ উপজেলায় চেয়ারম্যান পদে একজন করে প্রার্থীর মনোনয়নপত্র দাখিল হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রামের সাত উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এর মধ্যে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ৩৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, ‘সাত উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে একজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। ’

এর মধ্যে সন্দ্বীপে মো. শাহাজাহান, সীতাকুণ্ডে এসএম আল মামুন, রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান চৌধুরী, মিরসরাইয়ে মো. জসিম উদ্দিন, রাউজানে একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে রাউজানে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিরসরাই ও রাউজানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৮ মার্চ এসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।