ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিপব্রেকিং ইয়ার্ডে দগ্ধ হয়ে ২ শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
শিপব্রেকিং ইয়ার্ডে দগ্ধ হয়ে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম: সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় অগ্নিদগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, বিপুল চন্দ (২৩) এবং মো. জলিল (২৫)।

এর মধ্যে শশী চন্দ্রের ছেলে বিপুলের বাড়ি কুড়িগ্রামে। অন্যদিকে মো. আয়নালের ছেলে জলিলের বাড়ি বরিশালে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাগরিকা নামের একটি শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুন ধরে যায়। এ সময় জাহাজ কাটার কাজ করা বিপুল ও জলিলের শরীরে আগুন লাগে।  দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad