bangla news

লালদিয়ারচর এলাকাবাসীর পাশে নওফেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০২-১৮ ৯:৩৩:৪৯ পিএম
বক্তব্য দেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বক্তব্য দেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানার লালদিয়ারচর এলাকায় উচ্ছেদ আতঙ্কে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন শিক্ষা-উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে লালদিয়ারচর এলাকায় যান মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এ সময় তিনি বলেন, ‘সবখানে উচ্ছেদ হচ্ছে আমরা সেটা জানি। নদী তীরবর্তী জায়গাগুলোতে যারা অবৈধভাবে আছে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আমি আপনাদের ব্যাপারে জেনেছি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম সকালে আমার সঙ্গে ছিলেন তাকে আপনাদের বিষয়টি বলেছি। মেয়র সাহেবের সঙ্গেও কথা বলেছি, তিনিও জানেন। আপনারা এখানে অনেকদিন ধরে বসবাস করছেন। আপনাদের সংসদ সদস্য এমএ লতিফ সাহেবের সঙ্গেও আমি কথা বলেছি, তিনিও আপনাদের জন্য কাজ করবেন।’

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের জন্য, নিপীড়িত মানুষের জন্য। আপনাদের কোনো ক্ষতি করা হবে না। আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই। আপনারা আপনাদের দাবি শক্তভাবে উপস্থাপন করবেন। আপনাদের পাশে আছি। আমার বাবাও আপনাদের পাশে ছিলেন।’

এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এসকে/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-02-18 21:33:49