ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আদালত পাড়ায় ধূমপান, ১৭ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
আদালত পাড়ায় ধূমপান, ১৭ জনকে জরিমানা অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রাম আদালত এলাকায় প্রকাশ্যে ধূমপানের দায়ে ১৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূরের নেতৃত্বে আদালত এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর বাংলানিউজকে জানান, তামাক বিরোধী অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম আদালত এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

এ সময় প্রকাশ্যে ধূমপানের দায়ে ১৭ জনকে আর্থিক জরিমানা এবং ৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, ১৭ জনকে আর্থিক জরিমানা ছাড়াও জনগুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ্যে ধূমপান না করার জন্য আদালত এলাকায় আসা নানা শ্রেণি ও পেশার মানুষকে আমরা উদ্বুদ্ধ করেছি।

পাশাপাশি তাদের পরিবার ও আত্মীয় স্বজনকে তামাক জাতীয় পণ্য ও ধূমপান থেকে বিরত রাখতে অনুরোধ জানিয়েছি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।