ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫৩ বিএনপি নেতাকর্মীর আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
৫৩ বিএনপি নেতাকর্মীর আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।

চট্টগ্রাম: আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন নামঞ্জুর করে বিএনপির ৫৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত এ আদেশ দেন।

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত ৫৩ নেতাকর্মীর মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আব্বাসসহ বেশ কয়েকজন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা আছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পাবলিক প্রসিকিউটর মো. ফখরুদ্দীন চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘কর্ণফুলী ও ইপিজেড থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া ১২টি মামলায় আত্মসমর্পণের পর বিএনপির ৫৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত। ’

১২টি মামলায় বিএনপি নেতাকর্মীরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন বলে জানান অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।