ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুধ ছাড়া গাওয়া ঘি, কারখানা সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
দুধ ছাড়া গাওয়া ঘি, কারখানা সিলগালা দুধ ছাড়া গাওয়া ঘি, কারখানা সিলগালা

চট্টগ্রাম: মাছের খাবার, পামওয়েল, সুজি, রং দিয়ে ঘি তৈরি করা আরও একটি কারখানায় অভিযান চালিয়েছে হাটহাজারীর ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে পাঁচটি কারখানায় অভিযান পরিচালনা করা হলো, যেখানে ভেজাল ঘি তৈরি হতো।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে হাটহাজারীর ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় গোয়ালা প্লাস পিওর ঘি নামে কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার রুহল আমিন ও সহকারী কমিশনার ভূমি সম্রাট খিসা।

রুহুল আমিন বাংলনিউজকে বলেন, এই কারখানায় ঘি তৈরিতে বিভিন্ন ক্ষতিকর উপাদান ব্যবহার করতো।

এরমধ্যে মাছের খাবার, পামওয়েল ও সুজি, রং উল্লেখযোগ্য। ঘি তৈরিতে ন্যূনতম দুগ্ধজাত পণ্য ছাড়াই তারা ঘি তৈরি করে আসছিল।
কারখানাটি সিলগালা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।