ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এসএমজি-গুলিসহ ‘অস্ত্র ব্যবসায়ী’ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এসএমজি-গুলিসহ ‘অস্ত্র ব্যবসায়ী’ আটক র‌্যাবের হাতে আটক ওয়াহিদুল ইসলাম সোহেল। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের বাদুরতলা বড়গ্যারেজ এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ওয়াহিদুল ইসলাম সোহেল (৪৫) নামে এক ‘অস্ত্র ব্যবসায়ীকে’ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এসএমজি, ২৭ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

আটক ওয়াহিদুল ইসলাম সোহেল কাপাসগোলা এলাকার মাজহারুল ইসলামের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

পরে ঘটনাস্থলে প্রেস ব্রিফিং করেন র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান।

মেহেদী হাসান জানান, ‘ওয়াহিদুল ইসলাম সোহেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র আরেক জনের কাছে বিক্রি করতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। ’

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন মেজর মেহেদী হাসান।  ছবি: বাংলানিউজতিনি জানান, ‘ওয়াহিদুল ইসলাম সোহেলের কাছ থেকে একটি এসএমজি, ২৭ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। ’

এ সময় র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান ও এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।