ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সমৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
সমৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই সনদ বিতরণ করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: দক্ষ জনশক্তির সুদূরপ্রসারী প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। পুরুষের পাশাপাশি নারীরাও সমানতালে এগিয়ে চলেছে। তাই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রশিক্ষিত নারীর বিকল্প নেই।

রোববার (১৭ ফেব্রুয়ারি) শ্রমিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা গার্মেন্টস কারখানায় চাকরি নিয়ে কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত জ্ঞান দিয়ে উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।

  

বিকেএমইএর সার্বিক সহযোগিতায় দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে জামালাখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন ও বিকেএমইএর পরিচালক রাজীব দাশ সুজয়ের ব্যবস্থাপনায় ১ম ব্যাচে ৩০ নারী মাসব্যাপী প্রশিক্ষণ নেন।

সিটি করপোরেশনের কেবি আবদুছ ছাত্তার মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বিকেএমইএর পরিচালক রাজীব দাশ সুজয় ও সাবেক পরিচালক শওকত ওসমান।

শৈবাল দাশ সুমন বলেন, পোশাক শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য প্রয়োজন দক্ষ জনশক্তি। এরই আলোকে বিকেএমইএর সার্বিক সহযোগিতায় স্টিচ টোন অ্যাপারেলস লিমিটেড ধারাবাহিকভাবে শ্রমিক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ নারী শ্রমিক তৈরিতে কাজ করবে।

রাজীব দাশ সুজয় বলেন, রফতানি আয়ের বেশির ভাগই অর্জিত হয় পোশাক খাত থেকে। আন্তর্জাতিক বাজারে দ্বিতীয় অবস্থান থেকে শীর্ষ স্থান দখল করতে দক্ষ শ্রমিকের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

শওকত ওসমান বলেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। শ্রমিকের দক্ষতা বৃদ্ধিকল্পে প্রশিক্ষণ কেন্দ্রের ওপর গুরুত্বারোপ করা এখন সময়ের দাবি।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিকেএমইএর সিনিয়র যুগ্ম সচিব আলতাফ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।