ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডবলমুরিংয়ে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
ডবলমুরিংয়ে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার গ্রেফতার তিন আসামি।

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার উত্তর আগ্রাবাদ দাইয়াপাড়া ও পানওয়ালাপাড়া এলাকা থেকে আব্দুল আজিজ প্রকাশ জনি হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন।

গ্রেফতার তিন আসামি হলেন-মো. সোহেল রানা প্রকাশ সোহেল (২৮), মো. এমরান (২১) ও মো. সুমন (২৭)।

পুলিশ কর্মকর্তা মো. জহির হোসেন বলেন, ‘২০১৮ সালের ২৫ অক্টোবর আগ্রাবাদের দাইয়াপাড়া এলাকায় মো. আব্দুল আজিজ প্রকাশ জনি নামে এক যুবককে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাত করা হয়। এই ঘটনায় মামলা দায়ের হয় জড়িতদের বিরুদ্ধে।

পরে এ বছরের ৭ জানুয়ারি আবারও জনিকে ছুরিকাঘাত করে তারা। ২৯ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জনি। ’

তিনি বলেন, ‘গ্রেফতার সোহেলের কাছ থেকে একটি এলজি, এমরানের কাছে ৪ রাউন্ড কার্তুজ ও সুমনের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।