ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সংসদ সদস্য হলেন চট্টগ্রামের চার নারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
সংসদ সদস্য হলেন চট্টগ্রামের চার নারী ওয়াসিকা আয়েশা খান, খাদিজাতুল আনোয়ার, কানিজ ফাতেমা আহমেদ এবং বাসন্তী চাকমা।

চট্টগ্রাম: একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে বৃহত্তর চট্টগ্রামের চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তারা হলেন-ওয়াসিকা আয়েশা খান, খাদিজাতুল আনোয়ার, কানিজ ফাতেমা আহমেদ এবং বাসন্তী চাকমা।

আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের মেয়ে ওয়াসিকা আয়েশা খান চট্টগ্রাম থেকে দশম সংসদেও সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন।

তার মা প্রয়াত নিলুফার কায়সার ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। ওয়াসিকা আয়েশা খান মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন।

খাদিজাতুল আনোয়ার ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে। তিনি উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ।

কক্সবাজার সদরের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরীর সহধর্মিনী কানিজ ফাতেমা আহমেদ। টানা পাঁচবার কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পদে আছেন তিনি।

পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে প্রথম নারী হিসেবে সংসদে যাওয়ার সুযোগ পেলেন বাসন্তী চাকমা। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচিতদের।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।