ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শেষ হলো ডায়াবেটিক মেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
শেষ হলো ডায়াবেটিক মেলা শেষ হলো ডায়াবেটিক মেলা

চট্টগ্রাম: ডায়াবেটিক রোগীদের সচেতন করার লক্ষ্যে আয়োজিত ৯ম ডায়াবেটিক মেলা শেষ হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) শেষদিন মেলায় সেবাগ্রহিতাদের ভিড় ছিল।

সমাপনী উপলক্ষে সকালে মেলা প্রাঙ্গনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারী ক্লাবের গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ বলেন, এধরনের মেলা ডায়াবেটিক রোগীদের সচেতনা করতে সহায়তা করে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, কোষাধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম, চন্দন কুমার তালুকদার, সালমা রহমান মনি, হাসপাতালের উপ-পরিচালক ডা. নওশাদ আজগার চৌধুরী এবং মেলার সমন্বয়ক ও সহকারি পরিচালক পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি প্রমুখ।

এবারের মেলায় সেরা স্টল হিসাবে জাহান সার্জিক্যাল এন্ড সাইন্টিফিক, দ্বিতীয় স্থান ফার্মজিলা, তৃতীয় স্থান গ্লোবাল মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংকে পুরষ্কার প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯

এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।