ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দেওয়ার আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
সন্ত্রাস ও জঙ্গিবাদ  রুখে দেওয়ার আহ্বান সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দেওয়ার আহ্বান

চট্টগ্রাম: সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দেওয়ার আহ্বান জানানো হয়েছে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের জঙ্গিবাদ বিরোধী আলেম ওলামা শিক্ষার্থী সমাবেশে। 

শনিবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম আশেকানে আউলিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার মিলনায়তনে জনসভায় এ আহ্বান জানান প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ খায়রুল বশর হাক্কানী (মা জি আ)।

সভায় সভাপতিত্ব করেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ও কারা পরিদর্শক অ্যাডভোকেট জিনাত সোহানা।

সোহানা বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে ধর্মীয় ব্যক্তিদের সম্পৃক্ত করা প্রয়োজন।  জঙ্গিবাদের সাথে ধর্মীয় অনুভূতি জড়িত তাই এর প্রতিরোধে ধর্মীয় ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

 ইসলামের যে বিষয়গুলোর ভুল ব্যাখ্যার কারণে জঙ্গিবাদ সৃষ্টি হয়, সেগুলোর তাত্ত্বিক বিশ্লেষণ ও পর্যালোচনার জন্য বিজ্ঞ আলিমদের ব্যাখ্যা দিতে হবে।

উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানার ওসি (তদন্ত) প্রিটন সরকার, ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ এমরান, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের যুগ্ম সমন্বয়ক ডা. হোসেন আহমেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা অধ্যক্ষ এইচ এম হাক্কানি। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সুচিন্তা স্টুডেন্ট এন্ড ইয়ুথ উইংস চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সমন্বয়ক সৌরভ মুতসুদ্দি।

এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক  মুহাম্মদ রফিক উদ্দিন, মুহাম্মদ ইউসুফ আলকাদেরী, এম এ বারী,  এম ইব্রাহিম খলিল, রফিকুল ইসলাম, ফরিদ উদ্দীন,অধ্যাপক শেখ কামরুন নাহার,শামীমা আকতার,ফারজানা আফরোজ,রোকেয়া বেগম,সিনিয়র শিক্ষক নূরজাহান বেগম,মাস্টার মুহাম্মাদ নুরুল ইসলাম কামাল,মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন,মাওলানা মুহাম্মদ ইমরান,মাস্টার মুহাম্মদ ইমরান,মাস্টার মুহাম্মদ রবিউল্লাহ,মুহাম্মদ মনচুর আলম,হাফেজ মুহাম্মদ আহমদুর রহমান,কামাল উদ্দিন,ইসমাত আরা বেগম,দেলোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।