ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বইমেলায় পাঠকদের আগ্রহ নতুন লেখকদের বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
বইমেলায় পাঠকদের আগ্রহ নতুন লেখকদের বই বইমেলায় পাঠকদের আগ্রহ নতুন লেখকদের বই

চট্টগ্রাম: নীলিমা শামিমের ‘আগুনে লেখা, বসন্ত কাবিন’ বইটি খুলে দেখে কিছুক্ষণ পড়ে নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র মশিউর রহমান। একটু পর অক্ষরবৃত্ত প্রকাশনীর স্টল থেকে তিনি বইটি কিনে নিলেন।

সাইমন নজরুলের ‘সুপ্রভাত প্রেমা’ বইটি কেনার জন্য দরদাম করছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইমুন সাদ। শুধু এই দুইজন নয়।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে শুরু হওয়া অমর একুশে বইমেলায় পাঠকদের আগ্রহ দেখা গেছে নতুন লেখকদের প্রকাশিত বইয়ে।

মশিউর রহমান বাংলানিউজকে বলেন, নতুন প্রজন্মের লেখকদের বইগুলো বেশি ভালো লাগছে।

বিশেষ করে আনকমন স্টোরি নিয়ে উপন্যাস ও কবিতা লেখায় ভালো লাগার কারণ।

একুশে বইমেলায় নতুন লেখকদের বই বেশি পছন্দ পাঠকদের। নতুন লেখকদের বইয়ের বিক্রির বিষয়ে বিক্রেতারা জানান, তরুণরা নতুন প্রজন্মের লেখকদের বইয়ের খোঁজ নিচ্ছেন বেশি। মধ্যবয়সীদের মধ্যেও নতুন লেখদের বইয়ের চাহিদা বেশি দেখা গেছে।

বিক্রেতারা জানান, নতুন প্রজন্মের লেখকদের মধ্যে ফারুক নওয়াজের ‘নাম লিখেছি পাতায় পাতায়’, সাইমন নজুরুলের ‘নন্দিত নরকের বন্দনা’ ওয়াজেদা পারভিন পপির ‘অক্ষত ভালোবাসা’ আলমগীর শাহাবুদ্দিন খানের ‘ডালে ডালে আর পাতায় পাতায়’ বই বিক্রি হচ্ছে বেশি। এছাড়া আরও নতুন প্রজন্মের লেখকের বইও বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়:১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।