ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দৃষ্টি স্কুল অব ডিবেটের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
দৃষ্টি স্কুল অব ডিবেটের উদ্বোধন দৃষ্টি স্কুল অব ডিবেটের উদ্বোধন

চট্টগ্রাম: ‘বিতর্ক আমাদের সমালোচনা করতে শেখায় না, বরং বিতর্ক মানুষকে সত্যান্বেষী করে। মস্তিষ্ক ক্ষুরধার করে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বিতর্ক চর্চা অপরিহার্য।’

দৃষ্টি স্কুল অব ডিবেট ২২তম ব্যাচের উদ্বোধন করতে গিয়ে এমনটাই বলেছেন নাগরীক টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রাক্তন বিতার্কিক আবদুন নূর তুষার।

শনিবার (১৬ ফেব্রুয়ারী) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে  উদ্বোধন হয়ে গেল দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক শিক্ষার কোর্স ‘দৃষ্টি স্কুল অব ডিবেট’ এর ২২তম ব্যাচের কার্যক্রম।

দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহ সভাপতি সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক সাবের শাহ, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মুন্না, সহ সম্পাদক অনির্বাণ বড়ুয়া ও সৌরভ নাথ।

প্রাক্তন বিতার্কিক আবদুন নূর তুষার বক্তব্যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদ ব্যাক্ত করেন। তিনি বলেন, ‘৫০ বছর আগের বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশ মোটেও এক নয়। বর্তমানে মানুষ অনেক বেশী প্রযুক্তি নির্ভর আর স্বয়ংসম্পূর্ণ। ফলশ্রুতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে গুণিতক হারে। ’

তিনি আরও বলেন, ‘তোমরা নিজেদের কাজে সেরা হওয়ার চেষ্টা করবে। সময়ের যথাযথ ব্যবহার করবে। ’ বিতর্কের বিভিন্ন দিক নিয়ে তিনি বলেন, ‘বিতর্ক তোমাকে চিন্তাশীল করবে, তোমাকে আলোড়িত করবে। বিতর্কের মাধ্যমে সত্যকে জয় করতে শিখবে। বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে দুইজন বিতার্কিক আছেন। সুতরাং সুন্দর ও দূরদর্শী শিক্ষানীতির ব্যাপারে আমরা সবাই আশাবাদী। হয়তো এমন একদিন আসবে যেদিন বাংলাদেশের প্রতিটি মন্ত্রণালয়ে বিতার্কিকরাই নেতৃত্ব দিবে। ’

স্বাগত বক্তব্যে দৃষ্টির সাধারণ সম্পাদক সাবের শাহ বলেন, ‘দৃষ্টি স্কুল অব ডিবেট এর মাধ্যমে বিতর্ক চর্চার হাতেখড়ি হয়, যা শিক্ষার্থীদের জন্য পরবর্তী জীবনে সহায়ক ভূমিকা পালন করে। ’

সাইফ চৌধুরী  তার বক্তব্যে বলেন,‘ দৃষ্টির সমস্ত চিন্তাভাবনা, কার্যক্রম সব স্কুল শিক্ষার্থীদের নিয়ে। বিতর্ককে ভালোবেসে শিক্ষার্থীরা সবাই ভালোমানুষ হবে, এই আশাবাদ আমাদের সবার। ’

সাফিয়া গাজী রহমান বলেন, ‘সত্য সবসময় সমুন্নত। পৃথিবীতে যা কিছু পবিত্র, যা কিছু সুন্দর তাই সত্য। যারা সত্যান্বেষী, যারা আত্ববিশ্বাসী তারাই সবচেয়ে সফল। বিতার্কিকরা সত্যান্বেষী, বিশ্লেষণমুখী, যা তাদেরকে অন্য সবার থেকে এগিয়ে রাখে। তিনি শিক্ষার্থীদের উদ্যোশে বলেন, তোমরা চেষ্টা করবে তোমাদের জীবনের মূল্যবান সময়কে কাজে লাগিয়ে দেশ-জাতি মানুষের জন্য কিছু করে যেতে, যা তোমাকে মৃত্যুর পর ও মানুষের মনে জাগরুক রাখবে। ’

সমাপনী বক্তব্যে মাসুদ বকুল বলেন, ‘আমরা কিছু ভালো মনের মানুষ তৈরী করতে চাই যারা তাদের প্রগতিশীল চিন্তাধারা আর উন্নত মনমানসিকতা  দিয়ে দেশকে এগিয়ে নেবে। তাই আমাদের কাজগুলো সবসময় শিক্ষার্থীদের নিয়ে। ’

 উল্লেখ্য চট্টগ্রামের একমাত্র বিতর্ক শেখার স্কুল দৃষ্টি স্কুল অব ডিবেট এর ২২তম ব্যাচে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৭ জন শিক্ষার্থী  অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়:১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।