ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাদার্ন ইউনিভার্সিটিতে বসন্ত বরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
সাদার্ন ইউনিভার্সিটিতে বসন্ত বরণ শিক্ষকদের সাথে বসন্ত বরণ উৎসবে শিক্ষার্থীরা

চট্টগ্রাম: ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির সাথে  সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও সেজেছিল বর্ণিল সাজে।

সম্প্রতি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে বসন্ত বরণ উৎসব বায়েজিদ এলাকার আরেফিন নগরের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

গান, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানা আয়োজনে বাসন্তী রঙে রাঙিয়ে দিনটি উদযাপন করেছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।

এতে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা।   উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আ ন ম আব্দুল মোক্তাদীর, বিভাগীয় প্রধান  প্রফেসর ড. ইসরাত জাহান, প্রফেসর হাসিনা জাকারিয়া, ইংরেজি বিভাগের প্রধান সাফিন মোহাম্মদ জন, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা।

সাদার্ন ইউনিভার্সিটির মেহেদীবাগ ক্যাম্পাসে আইন বিভাগের উদ্যোগেও বসন্তকে ঘিরে ছিল বর্ণিল আয়োজন।

উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, পড়ালেখার পাশাপাশি এমন বর্ণিল সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মন প্রফুল্ল রাখবে।

প্রফেসর ড. ইসরাত জাহান বলেন, বসন্ত বরণের এ মিলনমেলায় এসে প্রত্যাশা করি-সবার ভবিষ্যৎ বসন্তের মতো উজ্জ্বল হোক।

পরে আমন্ত্রিত অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।