ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫০ হাজার পণ্য নিয়ে চালু হলো ‘শপিংব্যাগ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
৫০ হাজার পণ্য নিয়ে চালু হলো ‘শপিংব্যাগ’ সুপারস্টোর ‘শপিংব্যাগ’ উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম

চট্টগ্রাম: এক ছাদের নিচে লাইফস্টাইলের সব আয়োজন নিয়ে যাত্রা শুরু করেছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সবচেয়ে বড় সুপারস্টোর ‘শপিংব্যাগ’।

কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ৩০ হাজার বর্গফুটের চারটি ফ্লোরে বিন্যস্ত এ সুপারস্টোরে রয়েছে আকর্ষণীয় সব সুবিধা। রয়েছে প্রয়োজনীয় ৫০ হাজারেরও বেশি পণ্য।

উদ্বোধনের প্রথম দিনেই জমজমাট হয়ে ওঠে শপিংব্যাগ। বিপুল পরিমাণ ক্রেতা-দর্শনার্থীদের সমাগম ঘটে এ সুপারস্টোরে।

উদ্বোধন উপলক্ষে শুরু হয়েছে মাসব্যাপী শপিং উৎসব। যাতে ১০০ টাকার পণ্য কিনলেই রয়েছে ব্র্যান্ড নিউ গাড়ি, মোটরসাইকেল, ফ্রিজসহ আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ সুপারস্টোরের উদ্বোধন করেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। এ সময় শপিংব্যাগ-এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রফিক ও পরিচালক ইকবাল কাদেরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুপারস্টোর ‘শপিংব্যাগ’ উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমমাহবুবুল আলম বলেন, চট্টগ্রামে বড় পরিসরে একটি সুপারস্টোরের অভাব ছিল, যেখান থেকে মানুষ প্রয়োজনীয় সবকিছু একবারেই কিনে নিয়ে যেতে পারে। এখনকার মানুষের হাতে সময় খুবই কম, এখন এখান থেকে এটি ওখান থেকে সেটি-এসব কেনার সময় হাতে নেই। তাই তারা চায় প্রয়োজনীয় সবকিছুই এক জায়গা থেকে কেনার সুযোগ। শপিংব্যাগ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের এ চাহিদা পূরণে সক্ষম হবে। একই সঙ্গে এ সুপারস্টোরটিতে ব্যতিক্রমী অনেক কিছুই রয়েছে, যাতে সব শ্রেণির মানুষের কাছেই এটি সমাদৃত হবে।

তিনি বলেন, এ প্রতিষ্ঠানের উদ্যোক্তারা চান পণ্যের গুণগতমান ঠিক রেখে ব্যবসা করতে, এতে করে মানুষের আস্থাও তারা দ্রুত অর্জন করতে সক্ষম হবে।

শপিংব্যাগের চারটি ফ্লোরের মধ্যে বিশেষায়িত কাঁচাবাজারে তরতাজা শাকসবজি থেকে প্রিমিয়াম শুঁটকি, দেশি ও সামুদ্রিক মাছ, তাজা মাংসসহ পাওয়া যাবে সব কিছুই। এ ফ্লোরেই রয়েছে লাইভফিশ বা জীবন্ত মাছ কেনার সুযোগ। ক্রেতারা চোখে দেখে যেকোনো জীবন্ত মাছ কিনে নিতে পারবেন।

এখানকার বিশেষ আকর্ষণ হলো যেকোনো পণ্যের তাৎক্ষণিকভাবে ফরমালিন পরীক্ষা করে দেখার সুযোগ পাবেন ক্রেতারা।

শপিংব্যাগের নিচতলায় প্যাকেটজাত খাবার, মসলা থেকে শুরু করে সব ধরনের ড্রাইফুডের বিপুল সমাহার রয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে এ-টু-জেড ফ্যামিলি আইটেম। রয়েছে দেশি-বিদেশি নামি ব্র্যান্ডের কসমেটিকস পণ্যের কালেকশন।

তৃতীয় তলায় রয়েছে সব ধরনের গিফ্ট আইটেমের বড় কালেকশন। উপহারের নানা সামগ্রীর পাশাপাশি ব্যাগ-জুতা ছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য আন্তর্জাতিক মানের খেলনা সামগ্রী। এখানে রয়েছে বাচ্চাদের জন্য বিদেশি ইলেকট্রনিকস খেলনা গাড়িও।

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চট্টগ্রামের এ সর্ববৃহৎ সুপারস্টোর খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।