ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী ক্লাবের বার্ষিক সাধারণ সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
খুলশী ক্লাবের বার্ষিক সাধারণ সভা বক্তব্য দেন নিয়াজ মোর্শেদ এলিট

চট্টগ্রাম: দি চিটাগাং খুলশী ক্লাব লিমিটেড এর ৫ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরের ফয়’স লেক এলাকায় ক্লাবের নিজস্ব জায়গায় এ সভা আয়োজন করা হয়।

সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। খুলশী ক্লাব কমপ্লেক্স স্থাপন করে কনভেনশন হল, সুইমিংপুল, বার, স্পোর্টস জোন এবং উন্নতমানের রেস্টুরেন্ট করার সিদ্ধান্ত নেন সদস্যরা।

এছাড়াও গত অর্থবছরের সকল আয়-ব্যয়ের হিসাব সম্পন্ন করা হয়।

সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেন সদস্যরা।

ক্লাবের উন্নয়নের জন্য সর্বসম্মতিক্রমে ১২শ’ থেকে ১৩শ’ নতুন সদস্য নেওয়া হবে বলে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট রফিক উদ্দিন বাবুল ভূঁইয়া। এসময় তিনি ক্লাবের ভবিষ্যত উন্নয়ন কর্মপরিকল্পনাও তুলে ধরেন।

ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিটের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মিজানুর রহমান মজুমদার, আর্কিটেক্ট আলী আহসান মো. মুজাহিদ বেগ, কার্যনির্বাহী ও আপ্যায়ন কমিটির সদস্য আবু হাসনাত চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।