ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উন্নয়ন কাজ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন পূর্তমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
উন্নয়ন কাজ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন পূর্তমন্ত্রী

চট্টগ্রাম: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম উন্নয়ন কাজ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর বাস্তবায়নাধীন একাধিক প্রকল্পের কাজ পরিদর্শন শেষে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন মন্ত্রী।

এর আগে সকাল ১১টায় সিডিএ চেয়ারম্যানের সম্মেলন কক্ষে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মন্ত্রী।

সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন চলছে। এ ছাড়া আউটার রিং রোড, বায়েজিদ-ফৌজদারহাট বাইপাস সড়কসহ একাধিক প্রকল্প চলমান।

মন্ত্রী এসব উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন, পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। ’

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।