ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি ক্যাম্পাসে বোমা সদৃশ বস্তু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
চবি ক্যাম্পাসে বোমা সদৃশ বস্তু

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  (চবি) আইন অনুষদ ভবনের সামনে বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবর পাওয়া গেছে। ‘বোমা পড়ে আছে’ এমন খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে এর আশপাশ  ঘিরে রেখেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অনুষদের ডিন কার্যালয়ের সামনে বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা  যায়।  

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মহসিন মিয়া বাংলানিউজকে জানান, আইন অনুষদের ডিন কার্যালয়ের সামনে বোমা সদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পেয়ে আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে।

 

তিনি বলেন, বিষয়টি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। সকালে তারা এলে বিস্তারিত তথ্য জানানো যাবে।

এদিকে জেলা পু্লিশের একটি সূত্র জানায়, পড়ে থাকা কালো রঙের বস্তুটি দেখতে হ্যান্ডমেইড গ্রেনেডের মতো। ইলেকট্রিক তার রয়েছে এর মধ্যে। আকৃতিতে চ্যাপটা গোলাকার।

যোগাযোগ করা হলে সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের ইনচার্জ পরিদর্শক রাজেশ বড়ুয়া বাংলানিউজকে বলেন, সকালে ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হবে।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এমআর/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।